কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দিলীপ দাসের কবিতা 

বাদামের খোসার মতো


এভাবেই আমরা ফুরোই ?

বাদারে খোসার মতো পড়ে থাকি অনাদৃত ঘাসে;

বৃষ্টি হলে জল জমে,

রোদ রোজ শুকোয় তাকে ?


রোদ-বৃষ্টির মাঝে

জমে থাকে কত ফুল্লকুসুম

আরও কত কত দীর্ঘ হতাশ্বাস

সেসব নিয়ে দিব্যি উড়ে যায়

সকাল-সন্ধ্যা-রাতের বাতাস।



যারা আমাকে দেখেছ

তারা রবীন্দ্রনাথকে দেখনি।


রবীন্দ্রনাথের পর জীবন

এখনও সময়ের পোল পেরোয়নি।

জলের কলকল শব্দ শুনে

আমি ভাবি

সবাই কেন চলে যাচ্ছে জোছনার বনে,

আমার জন্যে রেখে

অমাবস্যার রিক্ত হাতছানি ?


ওহে, জীবন কি তবে

এখনও ফুরোয়নি ?


HOME

SHARE THIS PAGE!