লাশকথা
১
ঘুমোতে না জানা রাতের সাথে
অনেকদিনের সহবাস চলছে
তার মধ্যেই শিখে নেওয়া
দিনপণার রেকাবি
চোয়াল নাড়ানো অভ্যাসের তারানা
লিপিবিহীন দিন
লিউকোমিয়ানো রাত্রির নিচে
শ্বেত অক্ষর পড়ে আছে
ঝরা পালকে একটা একটা করে
দিনাবসানের স্যিলুয়েট
ফাঁকা জামবাটিতে সাঁতরায় স্বপ্নের
লাশকথা
অনিষিক্ত বীজের কান্না...
আরো একটা খোঁড়া পা ফেলে পৃথিবী
এভাবেই...
২
মেয়েটা বিন্দু বিন্দু স্বপ্ন জমিয়েছে
সিন্ধু কামনায়...
সাইকেলের চাকার অনুপুঙ্খে
রাস্তা চলে হাই স্পীডে
x=y এর সমীকরণের রাস্তাটায়
অনেক সময়ই ফণিমনসার বেড়ার নিবিড়
ফুল ফুটলেই চাঁদ ওঠার মিথে
কদমতলায় কে থাকে
জানা কি যায়!
৩
যে তারাটা খসে পড়লো
তার পান্ডুলিপিতে কিছু অচেনা কর্কশ
থাবা বসিয়েছিলো!
বুঝতে পারিনা, মুহূর্তগুলো
সময়ের না কি ঘটনার আত্মজ!
যে তারামাটি গর্ভে প্রাণ
শুনতে পেয়েছে তার
চরণে চলনে কিসের অপার এসে
আলো ফেলে!
অন্ধকারে আলো এসেছিলো
আলো এখন অন্ধকারের
আলো
অন্ধকারের...
SHARE THIS PAGE!