কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

চিরশ্রী দেবনাথের দু'টি কবিতা 

কবিতা


কবিতা লেখার আগে

মুছে ফেলি সন্ধ্যার ধুলোর মতো প্রসাধন

কবিতা কেড়ে নিতে থাকে ঠোঁটের রঙ

ধীরে ধীরে নামে শ্বেত ঝড় 

তারপর হৃদয় খুলে যায়, 

নগ্নতার অপেক্ষায় ভারবাহী কঙ্কাল

প্রেম আসে অক্ষরের অজুহাতে,

যেন ডুবন্ত বাণিজ্যতরী এক বাসন্তী সন্ধ্যায় 

এখানেই একটি কবিতা দাঁড়ায় ছায়ার মতন 

প্রাণপণে শরীর খুঁজতে থাকে সে




হেমন্তের পাখি


বিবাহের চিঠিরা একটি একটি হেমন্তের পাখি

শীতের বেলায় তারা নাম ও গোত্রের বাহক

গৃহস্থের ঘরে নিয়ে আসে দীর্ঘ জীবনের নিমন্ত্রণ

এ পথে কিছু ভুল লেখা থাকে সোনালি অক্ষরে


সামুদ্রিক সানাই যেন আনমনে ফেলে যায়

নোনা হলুদ এক উদ্ভিদের বীজ, 


উচ্ছ্বাসের মেঘ চিঠির পলকে, অকাল শ্রাবণে, 

হিম কেটে নিয়ে আসা 

একটুখানি যৌথ অরণ্য।


HOME

SHARE THIS PAGE!