নিঃসঙ্গ
পাঠকালে কোথায় কীভাবে যে পড়েছিলাম ---
আত্মানং বিদ্ধি--- আগে নিজেকেই জানো
মনে গেঁথে গেছে। তাই আরো বেশি করে
নিজেকে জানার জন্য অধ্যয়ন চলে নিরন্তর
অনেকেই সময় পায় না। অথচ সময় আসে
আমার নিকটে। গ্রন্থের জোগান পাই নিয়মিত
প্রকৃতির পাঠে একাত্মতা রাখি। সন্ধানী মন ছোটে
মানুষের মনের গভীরে। অনেকেই সঙ্গে থাকে---
শরীরে শরীর ধাক্কাধাক্কি। এরফলে মনে মনে
অনেকে নীরস--- অনুভব করি। উপরে আওয়াজ তোলে
কেবল সৌজন্য। ছলনার ইতিবৃত্তে আমি একা
নীচে পড়ে থাকি। নির্বাচন মাথায় থাকে না।
লৌকিক বিস্ময়
আজ হাইটেক ডিজিটাল দুনিয়ায় চারিদিক
আলোকিত আলোময় অফুরন্ত আলো---
রাত্রিও দিনের মতো প্রায়।
জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি সার ছেঁকে নিয়ে ব্যবহারিক
জীবনে অনেকে অলৌকিক অন্ধ-বিশ্বাসেই ভালো
ভাবে আর কাজের স্বাক্ষর রাখে কেন পশ্চাদ্গামিতায়!
SHARE THIS PAGE!