কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

ইন্দ্রনীল সেনগুপ্তের কবিতা 

ছায়ায় সঙ্গে তাকে


তাকে রেখেছি ছায়ায় আন্তরিক হাহাকারে;

সে বড় নির্মম ছিলো,

কোন অভিযোগ ছোঁয়নি,

কিছু একটা হোক বলে সে ঝাঁপায়নি 

কখনও অন্ধকারে।

ভাঙ্গেনি আয়না কোনো অথবা ফুলের টব,

সেন্টার টেবিলের কাচ,

অথবা ঐরকম কিছু

স্থিতধী ভঙ্গুর।


রেখেছি অভ্যন্তরে তাকে, 

সেকি বাইরে যাবে, 

আমাকে চূর্ণ করে, 

যেখানে হাজার নক্ষত্র পুড়ে যায়

চাঁদ জ্বলে যায়- সেখানে ?


বিনিদ্রতার কোন নাম হয় না মোহময়,

তবুও সেখানে সে থাকে ছায়ার সাথে। 


HOME

SHARE THIS PAGE!