কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দিশারী মুখোপাধ্যায়ের দু'টি কবিতা 

দৃষ্টিভ্রম 


যতটা বড় বলে মনে হচ্ছে 

আদপে ততটা নয় 

ভালো করে স্পর্শ করে দেখুন 

কসেরুকার মাঝে মাঝে 

অনেকটা করে ফাঁকা জায়গা আছে


যতটা সুনীল বলে মনে হচ্ছে 

ঠিক ততটা নয় 

কাছে এলে দেখা যাবে 

যন্ত্রণার নীল ছোপ কারুকার্য হয়ে ফুটে আছে


বিষপান 


পৃথিবীর সমস্ত জলাশয়ে 

আজ পর্যন্ত যত ছিল পদ্মের কুঁড়ি 

সবাইকে নিজ হাতে শিখিয়েছি পাপড়ি মেলা 

জলের উপর তারা চিৎ হয়ে দেখিয়েছে 

তৃষ্ণার বৃত্তাকার নির্দিষ্ট বিনয়


কিন্তু যা খুঁজেছি পাইনি সেখানে


পৃথিবীর সমস্ত মরুভূমি 

লেহন করতে করতে ভিজিয়েছি ওম 

শুষ্কতাকে সরগমের সঙ্গমস্থ করে 

উচ্চারণকে ভেঙে ভেঙে বীজপত্র মেলে দেখিয়েছি 


মন্দিরে মসজিদে গিয়ে 

পাতি পাতি ছড়িয়েছি চোখ 

সহজেই পাওয়া গেছে 

অনেক অমৃত আর অনেক গরল


কিন্তু যা খুঁজেছি পাইনি কোথাও


সমস্ত শরীরে বইছি নর্দমার দেহ


HOME

SHARE THIS PAGE!