কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

চয়ন ভৌমিকের কবিতা 

ডেথ মেটাল


ছোটো হয়ে গেল পৃথিবীটা।

চেপেচুপে প্রাচ্য, পাশ্চাত্য – চতুর্দিকের লাল কালো

ভরে দিলাম কাগজের প্যাকেটে।

রাজা রাণীরা রাজত্ব করছে সেখানে মহা আনন্দে।

পোশাকে নম্বর লিখে তাদের ঘিরে রেখেছে

মুচি থেকে রাজপুরোহিত।


তারপর যেই তাদের বার করে বেঁটে দিলাম হাতে হাতে বন্দুক

কী ধুন্ধুমার যুদ্ধ তাদের নিজেদের মধ্যে।

রক্তক্ষয়, জমিদখল, গ্যাসচেম্বার, রিফিউজি ক্যাম্প

অনুপ্রবেশ আর শিশুহত্যা কী নেই।


পিটের পর পিট সাজাচ্ছি আমরা আর 

সাদা হাড়ের পাহাড় উঁচু হয়ে উঠছে।


এর মধ্যেই মাঝে মাঝে যুদ্ধবিরতি

বাজারঘাট, কারখানা, ভাঙাবাড়ি মেরামত করে নেওয়া।


এ এক জাদুখেলা চলছে 

নেশার ঘোরে এভাবেই তৈরী করছি ফ্র্যাঙ্কেনস্টাইন –

                      লুকিয়ে রাখছি পরমাণু টেক্কা


কারণ আমরা জানি আমাদের তুরুপের রঙ

                        - নাগাসাকি হিরোশিমা।


HOME

SHARE THIS PAGE!