কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

প্রণব বসুরায়ের দু'টি কবিতা 

ইতিহাস ও জলের বুদবুদ 


শব্দ কি এতই সক্ষম যে নিজেরাই 

সাজিয়ে বসবে পংক্তি ভোজনে !


আমরা কলাপাতায় নৈবেদ্য রাখি

ধূপ জ্বালি, ফুলে দিই চন্দনের ছিটে

আর কোরা গরদের গন্ধে ঈশ্বরের 

বায়ু আগমন ঘটে যায়-- ঘটাতে চাই বলে


শ্যাওলা ওঠা পুরনো বাড়িটায় গায়ে জন্মানো

বটের শিশু কোন ইতিহাস জানে না, ধূর্ততাও নয়---

শুধু তুমি জানো লক্ষ্মীর ঝাঁপি ও বাস্তুসাপের গর্ত

ঠিক কোথায় কোথায়-- 

যদি দক্ষিণের কক্ষ খুলে দাও আঁচলের চাবি দিয়ে

নতুন শব্দের জন্ম হবে

জন্মানোই ইতিহাস, বাকি সব জলের বুদবুদ.. 




বল তো উত্তর 


কি আছে তোমার হাতে, পুঁই শাক, বরজের পান?

আমরা কি পেতে পারি যদি হই ভেঙে খান খান?


উত্তুরে হাওয়া চাই আর চাই মিঠে কড়া রোদ?

জবাব মিলবে তবে, হবে বুঝি সব শোধ বোধ?


আমাদের রাশি এক, লগ্ন তার রেখেছে স্বাক্ষর

বাস্তুভিটে কেন সাপ, জানো, বলো বল তো উত্তর...


HOME

SHARE THIS PAGE!