কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দেবাশিস সাহার তিনটি কবিতা  

ভালো নেই


মা হারিয়ে

   কেঁদে কেঁদে পাথর বেড়ালছানাটি

আজ ভালো নেই সু

ঝড়ে হেরে যাওয়া পাখিদের

আজ মন ভালো নেই


সু ভালো নেই সেই মেয়েটি

যে হেরে গেছে অন্ধকারের কাছে


যেদিকে হাত বাড়ায়

উঠে আসে চাপ চাপ কষ্ট


এতো যন্ত্রণার মাঝেও

কী করে উঠে দাঁড়ায় 

সেই গাছ রঙের ছেলেটি


আজ ভালো নেই কোনো মা

সন্ধ্যা হয় 

ঘরে ফেরে পাখিদের দল

ফেরে না শুধু

মায়ের কোল আলো করা এক তারা


তুমি বলো সু

চারিদিকে এতো ধর্ম, এতো ধর্মস্থান

আমাদের কোন কাজে লাগে


ভালো নেই দেশের কোনো হাসপাতাল

আমাদের বিশ্বাসের আজ 

কঠিন অসুখ


রাস্তাগুলো পঙ্গু

আমাদের গন্তব্যে নিয়ে যেতে পারেনা


এতো হিংসার ভার নিয়ে 

আমাদের ধরিত্রী

আর কত দিন সবুজ থাকবে


অস্ত্রের মুখোমুখি

আর কতদিন

    আর কতদিন ঝরবে জীবন


সু তুমি বলো

চারপাশে চলছে রক্তহোলি

আমি কি আর সুন্দর থাকতে পারি



স্বপ্নডগা


ডানা মেরামত করে

আবার উড়ে যায় মেঘ


অনেক নিচু দিয়ে ওড়ে

বাবা রঙের ছাতা


মেঘ, রোদ, পাওনাদার কে

আড়াল করে

ভাঙা ডানা নিয়ে

   ক্যালেন্ডার পেরোচ্ছেন বাবা


কখনো কখনো বৃষ্টির জল

ভাঙা ছাতার ভিতর দিয়ে

বাবার গাল বেয়ে আমার বুক ভেজাতো


বাইরে এতো কষ্টের রোদ

টের পাইনি কোনদিন


রোদ্রে সাঁতার কাটতে কাটতে

পুরানো ডানায় বড় হতে থাকে

       স্বপ্নডগা



শিকড়ের শিকল


শিকল ছাড়াই

শিকড় ছড়ায় শরীরে


বুনো রোদে পোড়ে আদর

কি করে এতো সাহস পায় জল


গম কি জানে সে খাদক


এই ভাবে আমরা খাদক হয়ে যাই 


টের পাই না 

কখন কিভাবে হাতে লেগে যায়

শিকড়ের রক্ত


অদৃশ্য বাতাসের শিকলে 

জড়িয়ে আছি


ছেড়ে যেতে পারি না

এই লোভ লালসা আর 

মাদকতা রঙের কামরাঙা শরীর



HOME

SHARE THIS PAGE!