কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

অজিতা চৌধুরীর কবিতা 

স্তবক ১


হংসরথে দেবীর প্রস্থান 

প্রাচীন পুঁথিতে তার নির্মাণ কৌশল

দাভিনচির অঙ্কিত ছবির চেয়ে উজ্জ্বল 

কোথায় হারিয়ে গেল হাজার বছর

হারিয়ে গেল আমাদের পঙ্খিরাজ


স্তবক ২


মাতার মতোই আলো হাতে 

সকালের রোদ

অবাক জানালায় উঁকি দিল গাছ

আজ ফুল কলি ছিল গতকাল 

হলুদ লালেতে মেশানো ফুলগুলো 

রং হয়ে গাঁথা শরীরে


স্তবক ৩


বুকের মধ্যে ছোট স্টেশন 

প্রতিবেশী আসে 

বাতাসে আলাপন

স্পর্শ পাই স্বজন মুখের


স্তবক ৪


শুরু থেকে শেষ 

কতবার যে থেমেছি

আঁকাবাঁকা পথ 

পূর্ণতা চান

ফুল হলাম

পাখি হলাম


HOME

SHARE THIS PAGE!