কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সমিত ভৌমিকের দু'টি কবিতা 

স্মৃতি


পাহাড় গড়িয়ে নেমে আসে জল

তারপর ময়ূর নাচ

           সবুজ ফসল

               অবেলায় ডুব দেওয়া কচিকাচা


আর ঝোপের আড়ালে বসা কপোত-কপোতী।


স্মৃতি মিশে যায় সাগরে ...


পাথর ঠোকাঠুকি খেলা

           আর নামহীন খরগোশের অকালমৃত্যু...


এইসব নিয়ে বুনে তোলে যাপন গাঁথা

সবার পুরোনো অনেক কালের দাদামশাই। 



খেলা 


এখন জেগে আছি আমি, সাথে রাতের আকাশ

মেঘে ঢাকা চাঁদের রং

আবছা ও ধূসর।


চারপাশের অন্ধকারে জ্বলে ওঠে

চেনা-অচেনা পশুপাখির চোখ।


আবার,

নিভে যায় কখনো সখনো, আপন খেয়ালে।


মাঝরাতে আমি, কালো আকাশ, পশুদের চোখ, একফালি চাঁদ


সবাই মিলেমিশে এভাবেই খেলি

লুকোচুরি আর কাবাডি...


HOME

SHARE THIS PAGE!