কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কুমারেশ তেওয়ারীর তিনটি কবিতা 

কোরাস


রাত শেষ হয়ে সবে শুরু হচ্ছে ভোর


গাছ চাইছে তার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হোক

করোটি থেকে উঠে আসা নিঃশ্বাস গিলে নিচ্ছে রোদ

আর ঘুমিয়ে পড়া মোমবাতি স্বপ্নে ভাবছে 

ক্যান্ডেললাইট মোচ্ছবের কোনো উত্তরমালা নেই


শুধু কিছু প্রগলভ হ্যামলিনের বাঁশি হয়ে

সম্মোহন বাজায় 


জমে থাকা জল কি ভুলে যাচ্ছে প্রতিফলন?

তবে কেন মরীচিকা পঞ্চভূতের কথা শুনতেই

হারিয়ে ফেলছে সংজ্ঞা 


বরফ চাইছে গনগনে আগুন



কোমলগান্ধার


বাঘ শব্দে চমকে উঠছে কোমলগান্ধার

ফসলের মাঠে মেঠো ইঁদুর শস্যকণা 

বয়ে নিয়ে যেতে যেতে রেখে দিচ্ছে

আচমকার গর্ভপাত

অথচ গর্ভিণীর পদভারে মাটির কান পাতা

কে পারে করতে অস্বীকার

ও অরুন্ধতী বাক্যালাপ থামিয়ে এবার সময় হলো

কাপালিকের ললাটে শ্বেতচন্দনের ফোঁটা পরিয়ে দেবার


গরল


ভাজা মাছ উল্টে খাবার কথা বলে একটি বেড়াল 

ঢুকে পড়লো রান্নাঘরে


মাছের কাঁটারাও প্রস্তুত হলো দাঁত ছোঁয়ার

একান্ত ও গোপন আতুরতায়


এ ব্যাপারে যার দূরদৃষ্টির কাছে জমা পড়তো

শ’য়ে শ’য়ে আবেদন পত্র 

সেই জানালা অসহায় চেয়ে দেখলো শুধু

তার শিকগুলো এক এক করে খুলে চলে যাচ্ছে

ফসিলের অন্ধকূপে


HOME

SHARE THIS PAGE!