কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

 তৈমুর খানের কবিতা  

আমাদের ভেতরে ঘর  


দুয়ার নেই, দুয়ার নেই 

বাইরে বাউল চেঁচিয়ে কাঁদে 

আমাদের ভেতরে ঘর 

সারাদিন কোলাহল 

থালাবাটি বেজে ওঠে 

ধুলো ওড়ে, প্রবল জ্বর।

তৃষ্ণাকাতর ঘুমহীন রাত 

সেদ্ধ হয় মোহের ভাত, 

জল গড়ায় প্রবল স্রোত 

স্রোতে ভাসে আবেগমাছ।

হলুদ কিরণ আসছে যাচ্ছে 

দেহ খুলছে বাসন্তী গাছ, 

বেজে উঠছে রমণ বাঁশি 

সুর কুড়োচ্ছে ভ্রমের হাসি।

বাইরে জাগ্রত দিন 

দিনের কমল রাশি রাশি 

ফুটে উঠছে উদাসীন।

ভেতরে ভেতরে সিংহ 

অরণ্য, অরণ্যময় —

গর্জন, গর্জন শুধু —

তিরবিদ্ধ চেতনায়।

হাহাকার শুয়ে থাকে 

প্রেমের শয্যায় মরা চাঁদ 

ধুলোময় আকাঙ্ক্ষার 

উদ্ভিন্ন নষ্ট সংঘাত।

রক্তাক্ত বিলাস এঁকে 

আসে কার প্রেতছায়া ? 

নিজেই নিজের জাদুকর 

সঞ্চারিত হতে থাকে মায়া।


HOME

SHARE THIS PAGE!