কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রুদ্রশংকরের দু'টি কবিতা 

দাগ  


এমন করে গুছালি, তা সত্ত্বেও বুকের ভেতরে  

থেকে গেল পুরোনো চিরাগ, যা এখন নিতান্ত অচল 


ওটুকুই ঈর্ষা ভরে লিখি, ওটুকুই শব্দ হয়ে ওড়ে

ওটুকুই তোর কাছে ঋণ, কবে শোধ দেব বল ?


সম্পর্ক 


আলাপ সামান্য ছিল, তাতেই

চোখেতে স্পর্শ ছুঁড়ে ছিলে

ভাস্কর্য ভাঙার সেই শুরু, নিত্যদিন

পুরুষ হলাম তিলে তিলে


পরক্ষণে উড়ে যায় পাখি

প্রেম নিরাপদ নয়…

ঘর থেকে দু’পা বাড়ালেই

বন্ধুত্ব ভাঙাগড়া হয়…


HOME

SHARE THIS PAGE!