কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

পিয়ালী বসুর দু'টি কবিতা

অতিরিক্ত স্মৃতির দাবীতে 


একশ বত্রিশ বছরের শীতাতপ নিয়ন্ত্রিত প্রেম 

এখন নিয়নের উত্তাপে অপেক্ষারত 


এ পাড়ায় বহুদিন সিলেবাসবিহীন অর্গ্যান বাজেনি

রাস্তার সব হ্যালোজেন নিভে গেলে ... মোমবাতি চেপে ধরা অন্ধকারে 

শব্দের নিরন্তর সান্নিধ্যে ... শূন্যতা ভরাট হয় 


ছায়ামূর্তি জড়ো হয় 

সেঁকে নেওয়া অক্ষর ভ্রুকুটি নিক্ষেপ করে

ফেলে আসা সম্পর্কের আতসকাচে


সঙ্গহীন - দোসরহীন আলো

স্বপ্ন সম্ভাবনা পেরিয়ে অন্যতর এক জীবনের গল্প বলে 

শোণিতের গাঢ় পদধ্বনি ...

মুঠোর ভিতরে রাখা মায়াময় অন্ধকার ছুঁয়ে দেয় 


কাহিনী-শিথিল স্মৃতিভারে আক্রান্ত জীবন

হাল্কা ছায়াঘনায়মান আয়নায় 

শেষবার দেখে নেয় ... ছেড়ে আসা বয়সের বাতিল ওয়ার্ড পাজল 



সময় এবং


বন্ধ্যা সময়

প্রাচীন ধুলোর স্তবক পেরিয়ে 

দৃষ্টি আপাতত প্রসারিত ফেলে আসা হিরণ্য-মুহূর্তে  


আসন্ন আঁধারের যজ্ঞ থেকে চোখ চলে যায়

নির্মোহ ছায়ার প্রারম্ভ ধ্বনি-মল্লারে 


শব্দ নয় 

গতজন্মের প্রচ্ছন্ন মেঘ --- এ জন্মেই সম্পন্ন করে ছায়ার মড়ক


স্বপ্নসম্ভব বাতাসে লেগে থাকা বিষাদের শেষ ঘ্রাণটুকু নিয়ে 

পরিচিত স্মৃতিনগরী ভেজা শার্সিতে শহরের জন্মদিন পালন করে 



HOME

SHARE THIS PAGE!