পিকনিকের কবিতা
কবিতা অনেক কিছু নিয়ে এলো -
প্রথাবিরুদ্ধ প্রেম, অপেক্ষা, দীর্ঘশ্বাস
হাসি হাসি মুখের আড়ালে ঝকঝকে লুকোনো ছুরি
প্রত্যাশা, ফিকে হতে থাকা বন্ধু-কলোনি
কলকাতার রাস্তায় আরও একা আর ফাঁকা হয়ে যাওয়া....
কবিতা অপরাধপ্রবণ রাতের মত
এনে দিল বোকা উন্মাদনা, নেশা আর নিষিদ্ধ যাতায়াত
একটানা রক্তক্ষরণের পর আরও রক্তপাত
কবিতা শূন্য ঘরের দিকে নিয়ে গেল আরও
ময়ূর-পেখম দেবে বলে, এনে দিল অপমান-প্রস্তাব
কবিতা মাথার ভেতরে সৌরঝড় এনে দিয়ে
কার্সিনোমার মত তছনছ করে দিল সব
আশ্রয় দেবে বলে, রক্তে ছড়িয়ে দিল বিষের শিকড়
তার থেকে গাছ হল, সেইসব গাছের তলায়
পিকনিক করে গেল নায়ক আর নায়িকার দল.....
অনেকেই সময় পায় না। অথচ সময় আসে
SHARE THIS PAGE!