ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

দেবীস্মিতা দেবের দু'টি ছড়া   

বকমামা


বকমামা বকমামা

এক ঠ্যাং তুলে

চলে এলে মাছ নিতে

কি জানি কি ভুলে।


তুমি কি গো মুনি ঋষি,

খালি কর ধ্যান?

চারিদিকে কি কি চলে

থাকে না যে জ্ঞান।


মামা তুমি মাছ নিতে

দাঁড়াও তো ঠায়,

মাছরাঙা মাছ নিলে

কর হায় হায়।


বলিহারি মামা তুমি

কী যে কর রোজ?

মাছ খায় অন্যরা

তুমি কর খোঁজ।


কাকতাড়ুয়া


প্রায় ছেঁড়া এক পাঞ্জাবী আর

পুরনো পায়জামা

বাঁশের গায়ে জড়িয়ে দিলেন

ফসলপ্রেমী মামা।

বাঁশের ডগায় আটকে দিলেন

মুখ আঁকা এক পাতিল

আজ থেকে তাই ক্ষেতের ভেতর

পক্ষী ঢোকা বাতিল।

শীত, বৃষ্টি, রোদ, ঝড়েতে

কাকতাড়ুয়া ঠায়

দাঁড়িয়ে থেকে মগ্ন থাকে

কঠোর পাহারায়।

কাকতাড়ুয়া কাক শুধু নয়

তাড়ায় সকল পাখি

অঘুমা এই ফুলিশটাকে

যায়না দেওয়া ফাঁকি।

কিচির মিচির শুনিনা আর

শুনশান পুরো মাঠ

মন থাকে না ভাল যে তাই

ফেলে রেখে পাঠ।

কাকতাড়ুয়া তাড়িয়ে বলি

লাগ ভেলকি লাগ

লাঠি নিয়ে আসছে মামা

পালাই পালাই ভাগ।


HOME

SHARE THIS PAGE!