অণুগল্প

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুপর্ণা ভাল নেই 
ব্রতীন বসু

রোদ পড়ছে চোখে, ঘুমোতে পারছি না। পর্দাটা টেনে দেবে প্লিজ।
আমি ঘুমের ওষুধটা গুঁড়ো করে সুপের তলানিটুকুতে মিশিয়ে দিলাম।
--- এটা খেয়ে নাও।
সুপর্ণার খাওয়া শেষ হলে বাটিটা সিঙ্কে নামিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম।
সামনাসামনি কোন উঁচু বাড়ি নেই। তিনতলার বারান্দা থেকে অনেক দূর অবধি দেখা যায়।
রাত প্রায় দুটো। আজ পূর্ণিমা। আকাশটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। গাছের কালো নিস্তব্ধতা ভঙ্গ করছে রাস্তায় নাইটগার্ডের লাঠির ঠকঠক আওয়াজ।
জানালায় একপাশে লাগোয়া বুকশেলফ।
ঠাসা কবিতার বই বিভিন্ন ভাষায়।
সুপর্ণা কবিতায় ডুবে থাকতে ভালবাসে।
দিনের অনেকটা সময় আজকাল ও ভিজে থাকে কান্নায়। কাল্পনিকতা খেয়ে নিচ্ছে ওর অস্তিত্ব।
ডক্টর আহমেদ বারণ করেছেন সুপর্ণাকে কবিতা পড়তে।
ভাল করে বইগুলো দেখলাম। শেলি কিটস টেগোর সুনীল কি নেই। আমি বিশেষ কবিতা বুঝি না।
দেখি তাকে, একটা বই সামনের দিকে পাতাতে পেজমার্ক করা। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল।
পর্দা টেনে আলো নিভিয়ে দিলাম।
কাল থেকে আরো সাবধানী হতে হবে।
বইগুলো সরিয়ে হাসিখুশি পুতুল রাখলে কেমন হয় ?
                                                                                                                                     HOME

SHARE THIS PAGE!