কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শুভেশ চৌধুরীর কবিতা 

ভাবনা-১


সকাল হতেই অনেকগুলি কাজে পরপর যুক্ত হয়ে থাকা 

এই কাজ করে থাকা বলে নিজেকে ভালবাসি 

কাজ না থাকলে বাঁচতে পারবোনা

অনেক দিন আকাশ দেখে স্বপন বপন করি

এই জন্ম শুধু একের জন্য না বুঝতে পেরেছে


ভাবনা-২


যারা গিয়ে থাকে তারা ফিরেই আসে 

স্মরিত বা দেহে

তবু তোমাকে চাই দেহ সঙ্গ  

দিয়ে 

একা যখন এক আকাশ তুমি 

একা থাকা আর চাইনি



ভাবনা-৩


চাষ বাস যাঁরা জানেন না তাঁর জন্য কী কিছু করা যাবে 

ভাবছি 

ভবিষ্যৎ  

আমাদের সন্তান 

কাদাজলে ত্বক ভিজাইতে দিও

চাষ বাস শিখবেন


HOME

SHARE THIS PAGE!