কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন বইমেলা সংখ্যা ফেব্রুয়ারি ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

মলয় মজুমদারের দু'টি কবিতা 

ফুল 


ফুল, কত নামেই না তোমাকে ডেকেছে

ভোর থেকে সন্ধ্যার আলোতে 

রাতের অন্ধকারেও তোমাকে ডেকেছে 

কিছু মানুষ।


কত তোমার নাম 

কতই না রঙের বাহার নিয়ে ফুটে ওঠো রাত্রিদিন

সকালের লাল রঙে তোমাকে মানিয়ে যায়

অথবা বিকালের সেই ডানা মেলা পাখিদের দলে,

কখনো শতাব্দীর আগুন জ্বালাতেও তোমাকে 

দেখা যায় হলুদ বর্ণময় দেশে দেশান্তরে।


কখনো প্রেমিকার চোখের জলে ভিজে গেছে

তোমার পাপড়ির আলোকিত উঠোন,

কখনো হেসে উঠেছে উন্মাদ পৃথিবীর বুকে,

কখনো

বেয়নেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে তোমার নাভি,

কখনো ঝরে গেছো পুরুষের রোমশ হাতে। 

অথচ অজানা থেকেছে দেশ

অজানা থেকেছে সুগন্ধের সোনালি আঁধার।


জামার বোতাম থেকে অজানা গলি পথে

ডেকেছে তোমাকে

বিপন্ন সন্ত্রাসও খোঁজে তোমার ঠিকানা

তাই তুমি ফুল,

ভুলের ঠিকানা নেই

আহত সারসের মতো একাকী যন্ত্রণা নিয়ে

ফিরে আসো বার বার দিগন্তের বাগানে।




পদ্যের আড়ালে


দুপুরের রোদ ছেয়ে আছে তোমার শরীর 

আলোগুলো নিভে গেলে 

তোমাকে ডেকে নেবে

নীল আলোর বিবর্ণতা তোমার ভাবনায়

ডুবে যাবে প্রেয়সীর চোখ ঘুমের জানালায়।


কখনো পড়ন্ত বিকেল ছুঁয়ে ফেলে

তোমার নাভি

কখনো মেঘেদের সাথে কথা হয়

কখনো ফুলেদের সাথে

ডুবন্ত কৈশোর চিনেছিল প্রথম তোমাকে,

এই ঘ্রাণে বাতাস জেনেছিল 

সহজ দীঘির গান

চাঁদের বিষণ্ণ সন্ধ্যায় রোমশ পুরুষে।


তবু আলোর পুঁথির ভাঁজে 

খুঁজে পাই গাছেদের বিচিত্র রেখা

সেই সব বেনামী পঙক্তি এখনো আমার বুকে

চিন্তার মহাকাল এঁকে দেয়,

এখনো সুরের বন্যায় ভাসে শালিখের ঝাঁক

দুপুরের রোদে।


HOME

SHARE THIS PAGE!