কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

মণিপুরি কবিতাঃ য়ুমলেম্বম ইবোমচা
   (অনুবাদঃ প্রবুদ্ধসুন্দর কর)
  

কেঁচো ও আমি



অনেক মানুষকেই আমি খুন করতে চাই

দাঁত ভেঙে দিতে চাই অনেকেরই

আঘাত করতে চাই চোখে

কষে লাথি মারতে চাই পেটে


কেন আমি এত বাজে হয়ে উঠেছি, জানি না

আগে আমি ভালোই ছিলাম

কেঁচো দেখলেই আমি লজ্জা পাই

কত ভদ্র আর অমায়িক এই কেঁচো

কী অনায়াসেই না ব্যাঙ তাকে গিলে খায়

একটি শব্দও সে করেনা

পিঁপড়েরা দাঁতে করে তাকে টেনে নিয়ে যায়

আর কেঁচো শুধু আন্দোলিত হতে থাকে


পিঁপড়েকে কেঁচো কখনো কামড়ায় না

শান্ত আর পরিচ্ছন্ন থাকে

কেঁচো কাউকেই ভয় দেখায়না, আঘাত করে না

চুপ করে থাকে, কথাও বলে না

চিৎকার করে না, কোনো অভিযোগও নেই

কেঁচো অহিংসার প্রতীক,

শান্তির প্রতিমূর্তি

কেঁচো দেখলেই আমি কেন লজ্জিত হব না

কী অসাধারণ অন্যরকমই না এই কেঁচো।


HOME

এই লেখাটা শেয়ার করুন