কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কাজল সেনের কবিতা  

নিজস্ব আড়াল



সব রাস্তায় এভাবেই বারবার হেঁটে

এবার আমরা আমাদের সেই বরাবরের রাস্তায়

যেন কিছু তোলা হয়েছিল পানপাতা

রাখা হয়েছিল তাজা পালঙের শীষ

সাদামাটা সম্পর্কের ভাবনায় ভাবা হয়েছিল

কিছু বদলের সম্পর্ক


কেন যে সব রং ছাপিয়ে মাঝে মাঝেই জেগে ওঠে

সেইসব ছেলেবেলার রং

বন কেটে বসত, বসত ঘিরে বন

বনবাংলোয় সারাদিনের আহ্লাদী আদর

পায়ের পাতায় কত যে সূক্ষ্ম কাজ

সোনালি কাজ রূপালি কাজ

হাতের নাগাল ছুঁয়ে আরও কত কী যে

আমাদের সেরা চাষবাস


অনেকটা দুপুরের পর এভাবেই খানিকটা বিকেল

একে একে আবডাল সরিয়ে শরীরের সব নির্জনতা

যেন একটা আস্ত ছেলেবেলা

যেন একটা আস্ত ভোরবেলা


তুমি চোখের আড়াল হলে

আমার চোখও খুঁজে নেবে তার নিজস্ব আড়াল


HOME

এই লেখাটা শেয়ার করুন