পারনি দিতে
সব কি ফিরিয়ে দেওয়া যায় ---
সেই কাদামাখা খেলার মাঠ
কদমফুল ফোটা গাছ
জোনাকিপোকার আলো
সারারাত নীরবে পুড়েছে
এক আঁটি খড়ের টিটকিরির সঙ্গে
বৃষ্টির ফোঁটা, সুদূরে মুছে দিয়েছে
চোখ বোজা কত পঙ্ক্তি
সব কি পেরেছ দিতে?
পারনি। পারনি চায়ের গ্লাসটা কেড়ে নিয়ে
তীব্র আক্রোশে আকাশে ছুঁড়ে দিয়ে
বলতে --
যা তোকে আজ পুরো আকাশটা দিলাম
ঘুড়ি করে উড়িয়ে দে
বৃষ্টি ভর্তি মেঘ
শিশিরঝড়া ঘাস
বাতাস ভর্তি পাখির গান
সব হাতের মুঠোয় ভরে নে
যা বৃষ্টিজমা ঘাসের উপর লাফা
জোর জোর লাফা
চোখগুলো ঢাকুক কাদা জলে
এই লেখাটা শেয়ার করুন