কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

তমা বর্মণের কবিতা  

নির্বাচন

 


মাঝেমাঝে জোর তর্ক খুব প্রয়োজন।


ভালোবাসার করুণ প্রার্থনা টেনে এপ্রান্তে আমি

ওপ্রান্তে তুমি আরও একটি সঠিক সারাই চাইব।


শান্ত হ্রদজীবন দুঃখ হয়ে বুকের ভিতর...

এ রাজ্যে যুবতী কবিতার জন্ম দেবো,

এমন শহর আর আছে কি?


কবির মতো বটতলী শহরও সন্ধ্যেবেলায়

আকাদেমি পেয়ে সারারাত টেনে চলে মরদেহী।

সময়।

এই অবেলায় ভাবিনি তার কথা মনে পড়বে

খুব করে চেঁচিয়ে বলত জয় হবে জয় হবে,

হলো না তো!

ধ্বংসের দিকে মুখ করে চেয়েছিল পেরোতে

ভালোবাসা হৃদয়ভানে চেনেনি তীক্ষ্ণ শরবন,

সারা শহর ইস্তেহারে লালা ঝরিয়ে যাচ্ছে...

অন্ত্রময় মাটি খুঁজে প্রার্থনা।

মাটি আমাদের কণ্ঠস্বর খুব কাছে আত্মায়

পাহাড়ের ঝুরো শীতে পাখিদের নরম ওড়া শরীর পালকহীন, বয়স্ক আয়ুধসমেত।

ভালোবাসার আগুন নেই।

তরুণ তুর্কী যৌবনমদ ঢালা ঋতুর কাছে তুমিও সম্যক বদল ফাটলে মৃত্যুর মতো দুলে উঠি নিহতবৃষ্টি এলে।


HOME

এই লেখাটা শেয়ার করুন