কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বিজয়া দেবের কবিতা   

ভ্যালেন্টাইন ডে



একজোড়া যুবক যুবতী চলে গেছে কোল ঘেঁষে

কোঁচড়ে ফেলে গেছে কিছু

কেক চকোলেট।

একজোড়া যুবক যুবতী চলে গেল কাছ ঘেঁষে

এবার স্মার্টফোন - ক্যামেরায় ছবি। ক্যামেরাবন্দি হলো সে, কোল জুড়ে কেক চকোলেট।


আজ ভালবাসার দিন হে,

প্রেম ছড়াতে ছড়াতে চলেছে যুবক যুবতী। ফুটপাথে বসে আছে ক্লিশে হয়ে যাওয়া সেই

ধ্বস্ত অবয়ব। খোঁচা খোঁচা দাড়িভরা মুখ, গুঁড়ো গুঁড়ো চুল, হাতে ক্ষত। খুঁটিয়ে দেখছে কোলের ওপর ফেলে যাওয়া

কেক চকোলেট। আজ ভালবাসাবাসির দিন হে।

প্রেম বিলোতে বিলোতে যায়

যুবক যুবতী।


HOME

এই লেখাটা শেয়ার করুন