কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শ্রীয়া ঘোষ সেনের কবিতা   

জাগতিক

  


দূরে বহুদূরে ...

যাবার বেলায় সাক্ষী শুধু বুকের রুদ্ধ কান্না!

চোখের পাতায় জড়িয়ে থাকা প্রতীক্ষা,

হয়তো বা মিশে যায় খানিকটা অভিমান;

আকাঙ্ক্ষিত কোন কণ্ঠস্বরে

ছিল না আঁকড়ে ধরে থাকার আকুতি ...

পিছুটানের ছিল না অবকাশ;

গভীর দীর্ঘশ্বাস, গম্ভীর বাতাস;

নির্বাক, নিঃশব্দ পদক্ষেপে

বাস্তবের রূঢ় আঙিনা, আত্মসমর্পণ।

চেনা চোখে, চেনা মনে, অচেনার ছায়া

অজানা কোন ভবিতব্যে

জড়িয়ে পড়ার মায়া।

হয়তো বা অনিশ্চিত, হয়তো বা নিষ্ঠুর

তবু বারবার, বহুবার আঘাতের কোলে

চেনা অস্তিত্বের পরিচিত সুখ।

কে বলে, কর্কশ জটিলতায় চেতনা মুহ্যমান?

কালোর আড়ালেই আলোর দ্যুতি

খুঁজে নিতে পারাই

জীবনের রোমাঞ্চকর অভিযান।

সুখ-দুঃখ, কান্না-হাসি, মায়া-মোহ সব আপেক্ষিক

ঘাত-প্রতিঘাতে, অস্তিত্ব খুঁজে নেওয়াই

চিরকালের জাগতিক।

HOME

এই লেখাটা শেয়ার করুন