কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

মাধব বণিকের কবিতা   

ভ্রমণ



সারাদিন বৃষ্টি ছড়িয়ে

নবনির্মিত সেতুর নিচে বিশ্রামে গেছে আলো।

একটি জোনাকি শুধু পাহারায় আছে

আর কেউ যাবে না ওদিকে।


জীবনের বোধ ভেঙে গেলে

টুকরো টুকরো রসুন কোয়ার মতো

আলাদা ইতিহাস গড়ে ওঠে। সংস্কারের

জাদুটোনায় পুড়ে যায় পাশের বাড়ি,

যে স্বভাবে লোহা ভেঙে যায়, সরে দাঁড়ায় না।


বয়সের ক্ষয়িষ্ণু স্বভাব মনেও বাসা বাঁধে।

শুধু আমাকে নয়, হারিয়ে দেয়

আমাদের দিনান্তের ভ্রমণ।





স্নান



বাজারের শেষপর্বে এসে ভেঙে গেল

গঙ্গাজল। নষ্ট পাতকুয়োর ভূতুড়ে অভ্যেস

গিলে খেল বুনো বৈশাখীর আঁতুড় ঘর।

কখনও সশব্দে কখনও ঘুমন্ত কাশে

আঁচড় কাটে শঙ্খবাঁধা জোনাকির ভ্রমণ


ভোরের পাতারা জানে হেমন্তশৃঙ্গার

বৈষ্ণবীর ঘাট থেকে হাত দূরে বিজন মাঠ

আকণ্ঠ প্রেম গলে গলে মাঠে ফুল ফোটে

পাখিরা রজকিনীর ভাষায় পাখা ঝাপটায়

ঘাট ছুঁয়ে দাঁড়িয়ে থাকে অবেলার স্নান


HOME

এই লেখাটা শেয়ার করুন