কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বিমলেন্দ্র চক্রবর্তীর কবিতা   

এই মেয়েটি



এই মেয়েটি শান্ত অতি দাড়ি কমা কিংবা যতি

তাহলে আর কীসের ক্ষতি

আমি কি আর দুষ্টমতি লঙ্কাপতি


তুমি যখন নদী পুকুর লম্বা খাল কি খন্দ-খানা

তখন আমি ভাসছি জলে একটা দুটো কচুরিপানা

কী আর ক্ষতি

আমি তো আর পানকৌড়ি নই

ডুব দিয়ে মাছ পালিয়ে যাব


এই মেয়ে তুই বর্ণমালা, নিত্যনতুন শব্দ গাঁথিস!

কার জন্যে জ্যোৎস্নারাতে ছোট্ট শাড়ির আঁচল পাতিস?





মহা অষ্টমী



বাঁশিতে বাবার আঙুল থেমে গেলে

ওস্তাদ আফ্তাবুদ্দিন খাঁ সাহেবের বাঁশির সুর

জাগিয়ে রাখে কাশবন

যেমন হাত জড়িয়ে গেলে তবলায়

খাঁ সাহেবের বোলে সমস্ত ধরিত্রী আলো করে শিঊলি।


সেবারই প্রথম মহা অষ্টমী তিথিতে

বিসর্জনের বাজনা বেজে উঠেছিল

আর আমরা এক মহামিছিলের ভেতর দিয়ে

অন্য এক মহামিছিলে হারিয়ে গিয়েছিলাম।


HOME

এই লেখাটা শেয়ার করুন