কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

প্রত্যুষ দেবের কবিতা   

ঝড়-বালকের পদ্য



ঘুমিয়ে আছে যুগল চরণ, ঘুমিয়ে আছে হাতের পাঞ্জা

তবুও বালক স্বপ্ন দেখে ঘূর্ণিঝড়ের, স্বপ্নে দেখে ঝড় ও ঝঞ্জা


প্রীতিভাজন শ্রাবণ বেলায় সে দেখেছে আবেগপ্রবণ কৃষিখামার

সে দেখেছে মাতাল স্রোতের পাতাল শরীর হলদি নদীর

সে দেখেছে গণতন্ত্র, বুনো মোষ আর রাখাল বালক

সে দেখেছে প্রতিরোধের জায়গা-জমিন, লালমাটি আর সেগুন গরাণ

দেখেছে সে চিতার আগুন, দাহকার্য, ঝরনাধারার জলের কণা


সে দেখেছে কাহার কখন শ্মশানে রাত-দুপুর কাটে বিপন্নতায়

সে দেখেছে চাঁদসুগন্ধী সুখী মানুষ আর তাহাদের জ্যোৎস্নাগীটার

দেখেছে সে পাখির চোখ আর ব্যাধের দৃষ্টি কী কথা কয় ভিন্ন ভাষায়


বালক জানে সবার বুকে ভর্তি আছে নানান আগুন, নীলচে বিষাদ

তাই সে এখন ঝড় হতে চায় উড়িয়ে নিতে শোকের স্তবক পাপের পাহাড়।


HOME

এই লেখাটা শেয়ার করুন