কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

>

এ কে এম আব্দুল্লাহের কবিতা   

নৈরাশ্যের পৃথিবীতে



কখনও ভাবিনি বর্বর জলের বুকে

কাটবো সাঁতার; জীবনের মাঠে

বসে থাকবো ব্যাকুল নতমুখে।

ভাবিনি কখনও স্বপ্নের কেদারায়

পা-ঝুলিয়ে নবীন কৈশোর –

স্তব্ধ হবে মৃত্যুর আঁধার তলে।

কখনও ভাবিনি – আমার বীভৎস উৎসবে

দেখবো কলঙ্কময় উল্লাসিত মুখ।


জন্ম থেকেই নিজেকে সঁপেছি - এই সবুজ জমিনে

বার বার হয়েছি ছিন্নভিন্ন

সভ্যতার ইটচাপা ঘাসের মতো, যতবারই

ফাঁকফোকর দিয়ে গজিয়েছি –

ততবারই উন্মাদ উৎসবের বর্বর হাত

ছিঁড়ে নিয়েছে জীবনের নাভি – বুকের পাঁজর।


নৈরাশ্যের এই পৃথিবীতে এখন, আমার

কোনো ঠিকানা নেই; নেই কোনো স্বপ্ন।

HOME

এই লেখাটা শেয়ার করুন