কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রামেশ্বর ভট্টাচার্যের কবিতা   

হাততালি



যেভাবে কোমল পাপড়ি খুলে দেয়

উন্মুখ-পরাগ, যেভাবে আভরণ খুলে

দাঁড়ায় এসে অহংকারী নারী, যেভাবে

শিশুর সরলতায় মুখে তুলে নেয় দুধেল

স্তন, সেভাবেই, হে অগ্নি, প্রথম

জাতক তুমি, এই পৃথিবীর, পোড়াও

আমাকে অনিবার, দূর করো দুর্বলতা,

শীঘ্রপতন, আর সান্ধ্য উৎসবের

বিজ্ঞাপন দেখে হাততালি দেব, এবার

সার্কাসের ক্লাউনের মতো।


HOME

এই লেখাটা শেয়ার করুন