বই পত্রপত্রিকা
কবিতার বই
সাত সমুদ্র
কবি সন্জিৎ বণিক, প্রথম প্রকাশ- জানুয়ারি ২০১৭, দাম ১৫০ টাকা
প্রকাশকঃ স্রোত প্রকাশনা, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা, পিন-৭৯৯২৬৪।
কবি সন্জিৎ বণিকের কবিতার কলম কোনোদিন থেমেছে বলে আমার জানা নেই। অবিরাম তিনি কবিতা লিখে চলেছেন। ২০১৭ সালেই কবির দুটো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সাত সমুদ্র কাব্য গ্রন্থে ১৪০টি কবিতা সংকলিত হয়েছে। এই কাব্যগ্রন্থের কবিতাগুলি পড়ার পর মনে হয় কবি সন্জিৎ বণিকের একটা নিজস্ব কবিতার জগৎ আছে যেখানে তিনি থাকতে ভালোবাসেন এবং সেই কবিতার রাজ্যে তিনি সরল ভাষায় তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে তাঁর কবিতাগুলি সুন্দরভাবে আঁকতে চেষ্টা করেছেন। পাঠক হিসেবে আমি কবিতাগুলি এক নিঃশ্বাসেই পড়ে ফেলেছি, অনেকগুলি কবিতা আমার ভালোই লেগেছে। অনেকগুলি লাইন মনে রাখার মতো। কিছু কিছু এখানে উল্লেখ করছি;-
১)"হৃদয়পুর কদ্দুর গেলে পাওয়া যায়
জানা নেই বলে কেবল হাঁটা আর হাঁটা...
হাঁটতে হাঁটতে তোমার বুকের ভেতর গিয়ে দেখি
তুমি ভীষণ একা অন্তহীন খোলা
ময়দান নিয়ে বসে আছো মাঠের একপ্রান্তে" [যতো দূরেই যাও]
২)"পৃথিবীর জীবগুলি
অতি বেশী সামাজিক হতে হতে পশু হবে একদিন,
এতে কোনো ভুল হবে বলে মনে করে না" [কেউ কোথাও গেছে]
৩)"বিপরীত মেরুতে কিছু কাজ জমা থাকে,
প্রথম আলোকোজ্জ্বল জীবন ছেড়ে যেই বাড়িয়েছি হাত
দুর্দশার পরিক্রমায়--
তখনই জেগে ওঠে বিপরীত মেরুতে" [নেতা]
HOME
এই লেখাটা শেয়ার করুন