ISHANKON a literary webzine in bengali ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং সংখ্যা Please send your literary works to us আগামী সংখ্যার জন্যে এখনই লেখা পাঠাবার অনুরোধ রইল
ISHANKON a literary webzine in bengali ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং সংখ্যা Please send your literary works to us আগামী সংখ্যার জন্যে এখনই লেখা পাঠাবার অনুরোধ রইল
ISHANKON a literary webzine in bengali ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং সংখ্যা Please send your literary works to us আগামী সংখ্যার জন্যে এখনই লেখা পাঠাবার অনুরোধ রইল
ISHANKON a literary webzine in bengali ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং সংখ্যা Please send your literary works to us আগামী সংখ্যার জন্যে এখনই লেখা পাঠাবার অনুরোধ রইল
এসত্তর দশকের কবিতা আন্দোলনের একজন সৈনিক ছিলেন কবি দিব্যেন্দু নাগ। তাঁর বাড়ি আগরতলায়। একসময় ‘ভাষা’-র একজন সক্রিয় সদস্য ছিলেন। পেশায় বাস্তুকার হলেও মনেপ্রাণে তিনি একজন কবি ছিলেন, যদিও এখনকার বেশির ভাগ কবি তাঁর কবিতার সাথে পরিচিত নন। কবিতায় তিনি একপ্রকার বেআব্রু। সামাজিক একটা দায়বদ্ধতা তাঁর কবিতায় পাওয়া যায়। এছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ অনুবাদক। সমসাময়িক অনেক কবির কবিতার ইংরেজি অনুবাদ সাহিত্য একাডেমির ‘ইন্ডিয়ান লিটারেচর’-এ প্রকাশিত হয়েছিল। এবারের সংখ্যায় অকাল প্রয়াত কবি দিব্যেন্দু নাগের কিছু কবিতা দেয়া হল।
আরেকজন অকাল প্রয়াত কবি দীপঙ্কর সাহা কবিতার পাশাপাশি কিছু গল্পও লিখেছিলেন। প্রয়াত কবি বিজনকৃষ্ণ চৌধুরীও ছিলেন একজন ভালো নিবন্ধকার। এই দুজন কবির লেখা একটা করে গদ্য এবার দেয়া হয়েছে।
যাঁরা লেখা পাঠিয়ে সহযোগিতা করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কাম্য। পারস্পারিক সহযোগিতা এবং বিশ্বাস কোনো সৃষ্টিশীল প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখে। কোনো প্রাণকে বাঁচিয়ে রাখে। ঈশানকোণ-এর পক্ষ থেকে সবার জন্যে রইল শুভকামনা।
'নাট্যকলায় কানহাইলাল একজন পরিচিত নাম। তাঁর জীবনী ও নাট্যচর্চা নিয়ে এই নিবন্ধ। (পড়ার জন্যে ক্লিক করুন)
প্রতিবাদের নামে দুষ্কৃতিকারীরা জনগণের নামে যেসব ধ্বংসাত্মক কাজ চালায়, তার থেকে মুক্তি কী? (পড়ার জন্যে ক্লিক করুন)
কবির কাছে কবিতা কী? একজন খুনীর সঙ্গে কবির পার্থক্য কীসের ওপরে নির্ভর করে। (পড়ার জন্যে ক্লিক করুন)
অত্যাশ্চর্য ক্ষমতা কি সত্যিই আছে? তাকে কি অর্জন করা যায়? এসব নিয়ে লেখকের ব্যক্তিগত মতামত। (পড়ার জন্যে ক্লিক করুন)
সারা ব্রিজ থরথর করে কাঁপে। নদী ও প্রকৃতি স্তব্ধ। ঐ মুহূর্ত সুনন্দ অনুভব করে পদ্মাসনের মাঝে --- চলচ্চিত্রে দেখা দৃশ্যের মতো ব্রিজ উড়ে যাচ্ছে ভয়ানক শব্দে! (পড়ার জন্যে ক্লিক করুন)
এক দুই তিন চার পাঁচ। পাঁচটা বাদুড়। সারি বেঁধে খোলা ইলেকট্রিক তারে স্থির ঝুলে রয়েছে। সাতসকালে ভূপেশ মাথার ওপর হাতদুটো রেখে দৃশ্যটা দেখে। (পড়ার জন্যে ক্লিক করুন)
সুধামামা বিয়ে করেছে। আমরা তার কিছুই জানতাম না। মাকে ফোনে জানিয়েছে মার এক পুরনো বন্ধুপাড়া থেকে। সেও তেমন একটা জানে না। (পড়ার জন্যে ক্লিক করুন)
আজ রোববার, কলেজ ছুটি, কাজকর্মও তেমন কিছুই নেই। তাই সকাল থেকে বেশ আমোদ করে ল্যাপটপে সিনেমা দেখেই দিনটা কাটল। (পড়ার জন্যে ক্লিক করুন)
রাতগুলি প্রায়ই নিষ্ফলা যায়। রমাকান্ত মানসিক অতৃপ্তিতে ভুগতে থাকেন। স্ত্রী কমলিকা তাঁকে বয়সের খোঁটা দেন, বুড়ো বয়সে এত ইচ্ছে আসে কোথা থেকে ? (পড়ার জন্যে ক্লিক করুন)
দেবু তথা দেবপ্রসাদ সেনচৌধুরি তদানীন্তন পূর্ব পাকিস্তানের ছেলে। ত্রিপুরায় দিদির বাড়ি থেকে পড়াশোনা করে। উচ্চবর্ণ ও উচ্চবিত্ত পরিবারের সন্তান। (পড়ার জন্যে ক্লিক করুন)
রে লাড্ডু, তুই কেমন চরিত্রবান মানুষ রে ? মানুষখেকোর জঙ্গল কেনোই বা তোর অ্যামাজন রে? তোর ছায়ার নিচেই তো অ্যানাকোন্ডারা থাকে রে! (পড়ার জন্যে ক্লিক করুন)
একদেশে এক রাজা ছিলেন। তাঁর হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, লোক-লস্কর সেপাই-সান্ত্রি ঢাল-তরোয়াল সব ছিল। কিন্তু মনে কোন সুখ ছিল না। (পড়ার জন্যে ক্লিক করুন)
অনেকদিন পর স্বনামধন্য একটি পত্রিকা অফিসে বসে আছি। বাল্যবন্ধু মলয় পত্রিকার সাহিত্যসম্পাদক হিসাবে কয়েক বছর থেকে কাজ করছে। (পড়ার জন্যে ক্লিক করুন)
সোমনাথকে চিনতাম। খুব সুন্দর গান গাইত। একেবারে সাদাসিধে খোলামেলা মানুষ ছিল। তারপর সে কোথায় যেন চলে যায়। (পড়ার জন্যে ক্লিক করুন)
এই লেখাটা শেয়ার করুন