কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সন্তোষ রায়ের কবিতা   

কিছু নেই আর বাকি



যা ছিল তলানিতে --- উবে গেছে

কিছু নেই বাকি আর ---

চারপাশে কাচের দেয়াল।


যদি কিছু বলো

রাতের ট্রেন বাঁকা হয়ে যাবে দূরে।

কে যায়, কে যায় শিরোনামে!

বস্তিঘর, আলো জ্বালো।


সরব বা নীরব, একটি ছত্রাকও জন্মায় না।

পান করি শুধু --- তুমি আমি আর পিপাসা।


যা ছিল তলানিতে --- উবে গেছে।

কিছু নেই বাকি আর ---

চারপাশে কাচের দেয়াল।






প্রতিযোগ



অবনী বাড়ি নেই।

ফিরে এলে বয়স কতো হতো তাঁর?

শক্তি না-বললেও বিনয় বলে দিতে পারেন মাত্রা গুনে


অবনী কোথায় আছেন, বলে দিতে পারলে; দুজনের

                       সহবাস দু’রাত্রি নিখরচায়।


বিনামেঘ ব্জ্রপাতে হেসে ওঠে সুনীল আকাশ

পাখির নীড়ের মতো চোখ তুলে মন্দাক্রান্তা

                                অরণ্যে মিলায়।




অলিখিত



কিছু লেখার আগে, দোয়াতে আলো গুলে নিই।

তাতে বদলায় কিছু ? দিন বা রাত ?


লিখতে যখন বসেছি, দোয়াতে কালি ছিল না।

থাকতো যদি --- দিনের কথা লিখে নিতাম রাত্রির রঙে।


আমিও অলিখিত তাই।


HOME

এই লেখাটা শেয়ার করুন