Mobirise Mobirise v4.6.6




কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

নকুল রায়ের কবিতা   

নির্বাচিত হলুদ বসন্তে



হৃদয়ে লেগেছে ঘনটোকা মস্তিষ্কের সম্প্রসারণ, জীবনের উন্নতি

এখন জীবিকার কোলাহলে --- চামড়ার নিচে বয়সেরই উদাহারণ

আমাদের খুব নিকট আত্মীয়, অন্তরতম বলতে এক পিস রুটির

দুর্দান্ত প্রহসন, --- এপর্যন্ত লিখে একজন কবির অলসব্যথা জাগে


সমাহিত জল ও অতল চেহেরা মূকাভিনয়ের সময় মনে পড়ে,

দুধের ময়দানে ফুটছে টগবগি ঢেউ --- ঢেউয়ের তরঙ্গে নাচছে

কথাকলির সফলতা, পীড়নযন্ত্রণায় মুখে এসে ঝাঁপিয়ে

পড়ছে বাচ্চাশিশু, প্রেম তুমি নাতিদীর্ঘ আত্মহত্যার ফাঁস


চরিত্রহীনতার চাপ সহ্য করেও হাতমুখ ধুইয়ে সাবান রেখেছি

তাকে, নির্জনতাকে চর্মরোগ বাঁচিয়ে আমাদের প্রিয় স্পর্শ শুকিয়ে

খাক্‌ খাক্‌ করুক, সবাই জানুক --- আমরা স্বতন্ত্র ফ্রেমের ভেতর

সাজগোছানো মনীষীছবি --- নিচে পদসেবা-ধূপকাঠি জ্বলুক


নিজেদের চেহারা নিজেদের বেশি কাজে লাগেনা --- দ্বিতীয়পক্ষ

এসে বলুক ‘ভালোবাসি তোমাকে অপলক’ তবুও কথা থাকে

প্রেম কি কুয়োতলার বালতির দড়ি? টেনে তোলা ক্রমশ জল?

নাঃ হে, বাসনার চেহারা ও অর্থ আকাঙ্ক্ষার মতো নয়, তাই জানি


হৃদয়ে লেগেছে মৌটোকা, এ তো মাথার ভেতরে গুনগুনসম্প্রসারণ,

ছেলেটির চুম্বন টেনে তুলছে অগাধ বিশ্বাস --- মেয়েটির স্নায়বিক

জল, শুধু ফোয়ারা ছাড়াও মেয়েদের অনেক কাজ, ঘটিবাটি

বিছানা শুকোনোর দড়ি, কণ্ঠদেশে আক্ষেপপ্রিয় যৌনতাপ্রহসন


HOME

এই লেখাটা শেয়ার করুন