কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

প্রণব বসুরায়ের কবিতা   

ঘুম



ঘুমের জন্যে বড়ি খাই, নিজে সে আসে না

আমাদের পানশালা কবেই বন্ধ হয়ে গেছে

চশমার কাচ মুছি...

তাকে খুব অস্পষ্ট দেখায়, জামদানি পরেছে সে আজ!

অসামান্য চাঁদ ছিল আজও আকাশের হাঁটা পথে

আমি তাকে চুম্বন দিয়েছি


চুম্বনের দাগ লেগে গেল তাহার কপালে

যেখানে আবির দিয়ে রাঙিয়েছিলাম...


মান্যময়ী ঘুম এসো, আমাকে সাজাও


HOME

এই লেখাটা শেয়ার করুন