কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

রণজিৎ রায়ের কবিতা   

সুরের মহিমা



ফজরের আজানের সুর প্রতিধ্বনিত হয়ে

শাঁখে আছড়ে পড়ে,

শাঁখের মধুর ধ্বনিতে পাখি জাগে

ভোরের সুর তুলে জাগরণী গায়

জেগে ওঠে বিশ্বচরাচর ।


আজানের সুরের আকুতি হৃদয় ধুয়ে ধুয়ে

সাফসুতরো হয়ে ওঠে,

শাঁখের জাগ্রত ধ্বনি ভয় কেটে

এগিয়ে যাবার ভরসা যোগায়,

পাখির মধুর সুর উৎসাহিত করে ।


উৎসের ঠিকুজি বিচার করলে অশুভ গ্রহ

মনে বাসা বেঁধে কুরে কুরে খাবে,

উৎসাহ ঝাঁঝরা হলে

জীবন্ত লাশের মতো পড়ে থাকবে ।


HOME

এই লেখাটা শেয়ার করুন