ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

শফিকুল ইসলামের ছড়া

দিশেহারা



আমেরিকার বাবাজী বুশ,

করে শুধু টাসটুস্,

বৃটেনের চাচা ব্লেয়ার,

একদম ডেমকেয়ার।

রাশিয়ার ভ্লাদিমির পুতিন,

বুশ ব্লেয়ারের নাতিন,

মাঝে মধ্যে থাপ্পড় মারে,

আবার চুমুও খায় পরে।

জার্মানির গেরহার্ড শ্রোয়েডার,

বুশ ব্লেয়ারের রাডার।

এক কদম এগিয়ে,

চৌদ্দবার যায় পিঁছিয়ে।

ইরাকি বাপের বেঁটা সাদ্দাম,

খালি হাতে করে শুধু হামতাম।

ইরানি নেতা আয়াতুল্লাহ খোমেনি,

বলে শুধু বুশ ব্লেয়ার হারামী।

এদিকে পড়শী ভারত মাতা,

বৃষ্টি দেখে ধরে ছাতা।

আর ছাগলের তিন নম্বর ছানা যারা,

জাতিসংঘের দিকে চেয়ে দিশেহারা তারা।





ভাষা



দিন যায় মাস আসে বছর দেয় পাড়ি,

হাজার বছর পরেও থাকবে একুশে ফেব্রুয়ারী।

একুশ মোদের গর্ব, একুশ মোদের জাগ্রত চেতনা,

একুশ মোদের অমূল্য ধন, স্মরণ করিয়ে দেয় বেদনা।

একুশ এলেই মনে পড়ে ভাই হারানোর শোকের দিন,

শোধ হবেনা জানি তাদের আত্নত্যাগের বিনিময়ের ঋণ।

একুশ মানে আশা, একুশ মানে আন্তর্জাতিক ভাষা,

একুশকে রাঙ্গায় ফু্ল, একুশ হল বাংলার মূল।

এ ধরাধামে ঘুরে ফিরে একুশ যেভাবেই আসবে যতবার,

মনে হবে স্লোগানে আছে সালাম, বরকত, রফিক, জববার।


HOME

এই লেখাটা শেয়ার করুন