কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কৃত্তিবাস চক্রবর্তীর কবিতা   

টান



আমায় ডেকেছে নদী, সাতসাগরের বাতাস

ডেকেছে পাহাড়শীর্ষ, ফাটা জমি, ডেকেছে পাখির আকাশ

ডেকেছে বনেবাদাড়ে ঘুরে ফেরা মানুষ

অন্ধকারের গোপন আস্তানা


ডেকেছে রাজনীতি, ধর্ম ও অধর্মের জটা

ডেকেছে চার দেয়ালের দর্শন

তথাকথিত কবি ও মিথ্যার মুখোশ


স্বপ্নোত্থিত আমি, গভীর সুষুপ্তি থেকে, প্রেমের হৃদয় থেকে

অজ্ঞান-চুম্বন থেকে জেগে উঠলাম

হাত-পা বাঁধা এক জড় মধ্যবিত্ত শরীরের মতো।





অনেকদিন পর



আমার দেখার চোখ কি বন্ধ হয়ে গেলো!

সামনে বহুদূর যে রাস্তা ঝলমল করে উঠত সেটি

আরো দূরে সরে গেছে, দেখিনা প্রাণের চিহ্ন

অক্ষরগুলো জঞ্জালের স্তরে দমছুট

কোথায় ছিলাম এতোদিন।


প্রাণপণে দুহাতে সরাই জঞ্জাল,

কোথায় আমার প্রিয় অক্ষররাশি

আমি দেশলাই ঠুকি, আকাশ ফুঁড়ে সে কী দাউ দাউ জ্বলা!


আমার অক্ষর, সে তো ওড়ে না পোড়ে না

যেন স্তরীভূত শিলা

আমি ছেনি আর হাতুড়ির টুংটাং শুনি

দেখি কীভাবে তোমার রূপ অপরূপে মেশে


HOME

এই লেখাটা শেয়ার করুন