কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সমিত ভৌমিকের দুটি কবিতা   

কবিতা



ছেলেটা কি আজও মনে রেখেছে আমায়?


আজও কি অবহেলা করে,

                           আগের মতো?


সকালের প্রথম মেঘলা আকাশের মত

অপয়া ভাবে আমায়,

                      এখনও?


কিছুই তো করি নি আমি


কেবল মাঝে মাঝে একলা সময়ে

কথা বলতে যেতাম দু দন্ড ছেলেটার সাথে।






বাংলা ভাষা



তোমার মত আস্ত একটা প্রেম আর কে দিয়েছে

বলো?


তোমার এই দুহাত উজার করা

                               মায়াভোর


মাঠঘাট জয় করে

আমার উঠোনে আসে

আমার পাশে বসে

কথা বলে দু দন্ড।


হাটুরেদের চেনা গুনগুন


কিংবা


আধা সরকারি পাঠশালার অ আ, ক খ ...


সবের মধ্যেই

             তোমার ওম

                     জাদু হয়ে

ছড়িয়ে থাকে বাংলার বুক।


HOME

এই লেখাটা শেয়ার করুন