স্তব
পাখিটি উড়ছে, দূর গগনে।
চোখ, তাকে অনুসরণ করছে।
মন বলছে, আহা, সত্যি সুন্দর।
সত্যিই একফোঁটা নুন আর হলুদ।
কি টাটকা রে ভাই,
সকালবেলার রোদ।
পেশা
রাগ করোনি তো আমার কথায়?
করলেই বা কি আর করা যাবে?
তবু শুভকামনা রইল তোমার জন্য
তোমার জন্য মুঠোর ভেতর
পরকীয়া প্রেম, বৃষ্টিভেজা
প্ল্যাটফর্ম, তার পাশে
অভাগিনীর ভাঙা ঝুপড়ি।
সারারাত ব্রহ্মাণ্ড তোলপাড়।
কবিত্ব করছি না। লিখছি বলে,
এক ছত্র থেকে অন্য ছত্রে যাই।
না হলে খাবো কী ?
এই লেখাটা শেয়ার করুন