কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সন্‌জিৎ বণিকের কবিতা   

প্রয়োজন



কায়দা মাফিক মনগড়া সভ্যতায়

হাত বাড়ানো দরকার নেই

নিথর নিস্পন্দ সততায়

মাথা বাড়িয়ে খেই

টানাই শ্রেয়।


নিয়ম শব্দভাণ্ডার

অসংখ্য অক্ষরের কারুকাজ

বুকে বাজে দিনরাত যেন কাসাণ্ড্রার

বুকফাটা শব্দের আওয়াজ,

প্রায়শঃ প্রিয়।


কথার প্রয়োজনে কথা

অনবরত বাজায় ব্যথা

হৃদয়ের সুচারুশীল ইচ্ছা

আসুক, রঙ্গেরসে স্বেচ্ছা-

গত ক্রিয়ায়।





শব্দের কাছে নত হই



প্রত্যেকেরই কিছু না কিছু শব্দ চাই, প্রতিদিন।

সে-সব ভেঙেচুরে গড়িয়ে চড়িয়ে অথবা মুখ

বাজিয়ে যুদ্ধে জেতা চাই নয়তো কিছু কিছু ঋণ

অমসৃণ অভ্যাসে কেড়ে নেয় সুখ;

তাই এদিক সেদিক

উঠতে বসতে

বাছাই করা শব্দছক হৃদয় অবশ্যই চাই;

কেননা

হারজিতের লড়াই

করে --- বল সেজে শব্দেরা

কারো বুকে শান্তি ঘুমায়

কারো বুক ফেটে হয় সাহারা।


HOME

এই লেখাটা শেয়ার করুন