কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০১৮ ইং

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কাকলি গঙ্গোপাধ্যায়ের কবিতা   

এখনও



মেধাবী সময়ের হাত ছেড়ে

স্বপ্নের জন্যে যারা ছেড়েছিল ঘর

তাদের ঘরের দাওয়ায় মায়ের অপেক্ষা এখনও

শীতলপাটি বিছায়।

উঠোনের কোণে ছোট্টো দোলনচাঁপা দোলে

আর মাথা নেড়ে বলে, ভুলিনি তোমায়


পথের সব আরাম বিকিয়েছে চড়া দামে

তবু হার মানতে শেখেনি স্বপ্নপুরুষ। ভুলভুলাইয়া গ্রাম থেকে

বেরোনোর পথ কোনও একদিন বলে দেবে কেঊ

এ বিশ্বাসের ভ্রূণ গোপন-গর্ভে লালন করে স্বপ্নের ঘরণী।





অলীক



এখানে, সন্ধে-নামা মাঠে

কবিতারা জোনাকি হয়ে যায়।

জ্বলে নেভে, ঘরবাড়ি বানায়

এ-ওর পিঠে হেলান দিয়ে জাগে সারারাত।

এ পথে তেমন কেউ আসে না কখনও

তবু কোনও নিশি পাওয়া রাতে

কেউ কেউ শুনে ফেলে ভাসানের ডাক

কিছু সত্যি, কিছু স্বপ্ন কিছু বা আলীক


HOME

এই লেখাটা শেয়ার করুন