আলোচনা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

বইপত্র অনান্য বিষয়

সাহিত্যের নোবেল প্রাইজ

সাহিত্য, সাধারণ অর্থে, মানুষের ভাব প্রকাশের এক মাধ্যম বা অভিব্যক্তি যা লিখিত এবং কোনো আধারে ধরা থাকে। অবশ্য লিখিত ফর্মের বাইরেও যে লোকসাহিত্য আছে তার গুরুত্বও অপরিসীম এবং ঐতিহাসিক উপাদানে সমৃদ্ধ। তবে আমাদের সমস্ত লিখিত অভিব্যক্তিই কিন্তূ সাহিত্য নয়। লিখিত অভিব্যক্তি যখন এক শিল্পের রূপ নেয় তাকেই সাহিত্য বলতে পারি। আর প্রতিবছর সাহিত্যের জন্যে যে নোবেল প্রাইজ দেওয়া হয় সেটাকেই সাহিত্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পুরস্কার বলে মনে করা হয়।
আশ্চর্যের বিষয় হলো এবছর ২০১৮ সালে সাহিত্যের জন্যে নোবেল প্রাইজ দেওয়া হবে না বলে সুইডিশ কর্তৃপক্ষ ঘোষণা করেছেন। কারণটা আরো আশ্চর্যজনক – crisis around sex abuses যার জন্যে সুইস একাডেমির বেশ কিছু সদস্যকে পদত্যাগ করতে হয়। কেউ কেউ আবার আর্থিক লেনদেনের প্রশ্নও উত্থাপন করেছেন।
সব গণ্ডগোলের একটা একটা উৎস দেখা যায় – অর্থ এবং সেক্স। সেটা এখন নোবেল প্রাইজেও ঢুকে পড়ল।   

এই লেখাটা শেয়ার করুন