কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

বনানী ভট্টাচার্যের কবিতা

জীবন যেমন


সবার অগোচরে লেখা হয়ে যায়

আলো-আঁধার জীবন,

পল-অনুপল, বিস্মৃতির গোপন ফাটল


ষষ্ঠীর রাতে ছয়টি প্রদীপ শিখাই

সমানভাবে জ্বলেনা,

আঙুলের সেঁকে নতুন পৃথিবীর ভালোবাসা অনুভব করে সদ্যোজাত

কিছু ঋণের ভার আজীবন বহন করতে হয়


কিছু স্মৃতি শব্দভেদী ভাষা জানে

অদৃশ্য ক্ষতগুলি এক একটি আগুন হৃদয়কে

বৃষ্টিশরীরের আড়ালে লুকিয়ে রাখতে বাধ্য হয়


প্রশ্ন জাগে মনে,

পূর্বাপর সবকিছু যে জানে, সে কী কোনো বিশেষ আমি নয়!


                       HOME

এই লেখাটা শেয়ার করুন