কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

সুদীপ্ত বিশ্বাসের কবিতা

অন্বেষণ


সাদা পৃষ্ঠার সামনে চুপ করে বসে আছি

যদি আসে... যদি ধরা দেয়

প্রজাপতির মত রঙিন একটা কবিতা!

যাকে ছুঁতে গেলেই উড়ে যায়

আনমনা হলেই চুপটি করে পাশে এসে বসে।

লুকোচুরি খেলতে খেলতে

রাত নিঝুম হল

তীব্র হল ঝিঁঝিঁর ডাকচাঁদটাও ঢলে পড়ল দিগন্তে

তবু আমি চোখ জ্বেলে

রাতের পেঁচার মত খুঁজেই চলেছি

মেঠো ইঁদুরের মত

একটা জীবন্ত কবিতা...



আজকাল


নদীতেও সেই নাব্যতা আর নেই

কপট মানুষ মুখোশ তো পরবেই,

মিথ্যে ভেজালে ভরে গেছে গোটা দেশ

আধমরা হয়ে তবুও তো আছি বেশ!

বন্ধুরা সব বন্দুক নিয়ে খাড়া

সুযোগ পেলেই শ্যুট করে দেবে তারা;

চিয়ার্স বলে বাড়ায় মদের গ্লাস,

খাঁটি অভিনয়ে চেনায় নিজের ক্লাস!

প্রেমিকাও জানে, কিভাবে টানলে তবে

মাথা থেকে ধড় এখুনি আলাদা হবে।

ভাই এর হাতেও লুকানো রয়েছে ছুরি!

ধর্ষণ, খুন, রাহাজানি, জোচ্চুরি;

বেড়েই চলেছে দিনরাত অবিরত,

সবার মনেই মনখারাপের ক্ষত।য়

 

                      HOME

এই লেখাটা শেয়ার করুন