কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

নন্দিনী পালের কবিতা

ঘুম

               

ডাকলেই আসে না

ঈশ্বরের করুণার মতই

লগ্ন, মতি বা খেয়াল হলেই

নেমে আসে দুই ভ্রূ পল্লবের মাঝে

আকাশের গায়ে অধরা বর্ণাঢ্য যেন

মস্তিষ্কের দিগন্তবিস্তৃত স্নায়ুর চূড়ায়

উদিত চন্দ্র-তারার নীলাভ ক্লান্তি

পল্লবঘেরা দীঘল ছায়া ধীরে ধীরে ঢেকে দেয়

শুভ্র সমুদ্রের মাঝে কাজলকালো পুষ্করিণী ঘেরা

বাদামি আলোর দ্বীপটিকে

 

ঠিক তখনই বিছানায় এলিয়ে পড়ে শরীর।


                HOME

এই লেখাটা শেয়ার করুন