কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

দিশারী মুখোপাধ্যায়ের কবিতা

বিজ্ঞাপন


শিরীষপাতা কাকে বলে জানিয়েছিলাম

কাকে বলে জাম পাতা


তোমার উঠোনের হাজার পাওয়ারের বাতিটা

যার ফিলামেন্ট কেটে গিয়েছিলো

সেটা কি আবার তার বাকশক্তি ফিরে পেল


আমার আজকাল কালির দোয়াতে কলম ডুবিয়ে লিখতে ইচ্ছে করে

কিংবা আর্টেক্স-এর ফাউন্টেনপেন

সুলেখা এখন বিলুপ্ত কথন

তাহোক, তবু আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করে


এখন বাজারে সর্ট-ঝুলের জামার খুব চল

জোড়াসাঁকোর ভদ্রলোক যে জোব্বাটা পড়তেন

সেইটা কিনবার জন্য যে টাকার প্রয়োজন

তা সংগ্রহ করতে

এই লেখাটি আমার একটি কিডনি বিক্রির বিজ্ঞাপন


শিরীষপাতার পাঠ শেষ হলে ফার্ণ


                   HOME

এই লেখাটা শেয়ার করুন