কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

পায়েল দেবের কবিতা

উহ্য


নেহাতই এই শহরের দোষে

আলো আর আঁধারের যুগপথে

বাকিদের মাঝে একজন কবি জন্মায়।


কোনও ব্যক্তিগত ডায়েরির পাতা থেকে

মাঝে মাঝে লিখে ফেলে কিছু পদ্য

এরপর আর বেশি কিছু বলার থাকে না

সে চায়, একটা আফশোশ লেগে থাক পাঠকের মনে।


একটা নির্ভেজাল অটোগ্রাফ

এক দু লাইন প্রেম

দু একটা দ্রোহ

কয়েকটা প্রতিবাদ...


তারপর তারা আমৃত্যু নিজেদের চিৎকার গিলে খায়...


                       HOME

এই লেখাটা শেয়ার করুন