কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

চিত্তরঞ্জন দেবনাথের কবিতা

পোর্ট্রেট


অসুখ গাঢ়তর হলে প্রলাপে নৌকো ভাসে, মাঝিহীন;

এতো জল, মাছের সংসারে ঢেউ নেই, নোনা ধরা চাঁদ নেই

সেখানে একটাই জানালা, তরল গ্রীল ছুঁয়ে দিলে–

আগল খুলে রাখে মাছরাঙার গোপন অ্যাম্বুশ


দুজনের ধীর শুশ্রূষা রাখি যেখানে

পাশাপাশি শুয়ে থাকে আমাদের প্রাচীন পোর্ট্রেট



বিশ্বায়ন


পাতার থেকে সালোকসংশ্লেষের বিচ্ছেদে

আমি তুমি হলদে হয়ে যাচ্ছি


সব বিদেশ নীতির সই খুঁটে দেখ

আমার স্বেদ রক্তের গন্ধ পাবে

তুমি আসলে ক্লোজআপ মুহূর্তকে নাম দিই বিশ্বায়ন



টংঘর


অজ পাড়াগাঁ থেকে বেইলি ব্রিজ পেরিয়ে একা হয়ে যাচ্ছে যে সড়ক

পর পর ট্রাফিক সাইনে সে সাজিয়েছে তোমার সমুজ্জ্বল মুখশ্রী

আখের পাতায় দিনের হলুদ সান্দ্র আলোটুকু রাখা

মাইল ফলক থেকে নৈঃশব্দ্য শুষে নিচ্ছে সংখ‍্যা

তুমি কি এখানটায় দাঁড়িয়ে জিরিয়ে নেবে?

এই অখ‍্যাত ঝোরার নিপুণ বাঁকে? ছায়ার প্রহরায়?


নাকি এগিয়ে যাবে কোন পাহাড়ি টংঘরের অনুচ্চ নিরালায়

যাদের আলোর চাহিদা জানতে হলে

ট‍্যাপ করে পড়ে নিতে হয় পাহাড়ের শিরা ?


                      HOME

এই লেখাটা শেয়ার করুন